ঐতিহ্যবাহী কুমার নদীর পার্শ্বে মাদারীপুর জেলা সদর থেকে ০৮ কি.মি দূরুত্বে অবস্থিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র(টিটিসি),কুমারটেক,চরমুগরিয়া,মাদারীপুর। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র,মাদারীপুর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি,কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। অত্র প্রতিষ্ঠানটি সাবেক নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শাজহান খান(এমপি) গত ১৩ ই জানুয়ারী/২০১৭খ্রিঃ তারিখে শুভ উদ্ধোধন করেন। দেশ ও বিদেশের শ্র্রম বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ১৭ ই জানুয়ারী/২০১৭খ্রিঃ তারিখ হতে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। বর্তমানে ইলেকট্রিক্যাল,ইলেকট্রনিক্স,ওয়েল্ডিং,গার্মেন্টস এবং কম্পিউটার অপারেশনসহ মোট ০৬(ছয়) টি ট্রেড চালু আছে। প্রতিটা ট্রেডে ০৬(ছয়) মাস মেয়াদী ০২(দুই) শিফটে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও জাপানি ভাষা,প্রাক-বর্হিগমন অরিয়েন্টেশন কোর্স,হাউজ কিপিং আবাসিক প্রশিক্ষণ এবং অর্থ মন্ত্রণালয়ের,অর্থ বিভাগ কর্তৃক SEIP প্রকল্পের অধীন পরিচালিত ০৪(চার) মাস মেয়াদী কোর্স ইলেকট্রিক্যাল ইন্সটেলেশন এ্যান্ড মেইনটেন্যান্স,কনজুমার ইলেকট্রনিক্স,ড্রেস মেকিং,ওয়েল্ডিং এ্যান্ড ফেব্রিকেশন এবং মটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স কোর্স চালু আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস